ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

গণহত্যা দিবসে জাবিতে মোমবাতি প্রজ্বলন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০৮:৪৪ পিএম, ২৫ মার্চ ২০২১

গণহত্যা দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্বলন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক সমিতি, বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউট।

বৃহস্পতিবার (২৫ মার্চ) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে মোমবাতি প্রজ্বলন করা হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আমির হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. নূরুল আলম, কোষাধ্যক্ষ শেখ মো. মনজুরুল হক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ এ কর্মসূচিতে অংশ নেন।

মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে অনলাইনে যোগ দিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, ‘২৫ মার্চের কালোরাতকে বাংলাদেশে গণহত্যা দিবস হিসেবে পালন করা হয়। শুধু দেশের মধ্যেই নয় বরং আন্তর্জাতিকভাবে এই দিনটিকে গণহত্যা দিবস হিসেবে পালনের দাবি জানাচ্ছি।’

এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি মোমবাতি প্রজ্বালন করে। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এ মামুন ও সাধারণ সম্পাদক অধ্যাপক আমজাদ হোসেনের নেতৃত্বে শিক্ষকরা এ কর্মসূচিতে অংশ নেন।

এছাড়া মোমবাতি প্রজ্বলন করে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ ও ইনস্টিটিউট অব রিমোট সেন্সিং।

ফারুক হোসাইন/এসজে/জেআইএম