ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

তিন শিক্ষককে স্বপদে বহালের দাবিতে খুবি শিক্ষার্থীদের মশাল মিছিল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | খুলনা বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০৯:৫৫ এএম, ০৪ মার্চ ২০২১

খুলনা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে স্বপদে পুনর্বহালের দাবিতে মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা। বুধবার (০৩ মার্চ) সন্ধ্যা ৭টায় এ কর্মসূচি পালন করেন তারা।

এসময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বর থেকে মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়।

এসময়ে ইতিহাস বিভাগের ইমামুল ইসলাম সোহান বলেন, ‘আজকে ২৫তম দিনের মতো প্রতিবাদ কর্মসূচি চালাচ্ছি। এই কর্মসূচির অংশ হিসেবে মশাল মিছিল করছি। খুলনা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষকের বহিষ্কারাদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে’।

মোবারক হোসেন নোমান বলেন, ‘আলোর মিছিল নিয়ে আমরা দাঁড়িয়েছি। কিছুতেই এই বিশ্ববিদ্যালয়ে অন্যায় প্রতিষ্ঠিত হতে দেব না’।

বক্তব্য শেষে শিক্ষার্থীরা প্রতিবাদী স্লোগান দিতে দিতে পুনরায় হাদী চত্বরে এসে সমস্বরে গানের মাধ্যমে তাদের কর্মসূচি শেষ করে।

এসএমএম/এমকেএইচ