ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

নেতাকর্মীদের মুক্তির দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | প্রকাশিত: ০৩:১৭ পিএম, ০১ মার্চ ২০২১

ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে আটককৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদল।

সোমবার (১ মার্চ) দুপুর আড়াইটার দিকে বিক্ষোভটি টিএসসি থেকে শুরু হয়ে ডাস, রোকেয়া হল ও রাজু ভাস্কর্য ঘুরে ঢাবি সাংবাদিক সমিতির নিচে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

jagonews24

বিক্ষোভ সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব আমান উল্লাহ আমান বলেন, সকল ধরনের শিষ্টাচার লঙ্ঘন করে বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে গতকাল ছাত্রদলের নেতাদের আটক করা হয়। ঐতিহাসিক এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে কিভাবে পুলিশ এসে ছাত্রনেতাদের আটক করে তা আমাদের বুঝে আসে না? আমরা অবিলম্বে আটককৃত ছাত্রদলের সব নেতাকর্মীর মুক্তি দাবি করছি।

ছাত্রদলের এই নেতা বলেন, দালালি আর পা চাটামি বন্ধ করে ছাত্রদের জন্য কাজ করুন। অন্যথায় ছাত্ররা এর কঠোর জবাব দেবে।

জেডএইচ/এএসএম