ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

লাইফ সাপোর্টে ইবির ছাত্র-উপদেষ্টা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | ইসলামী বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২১

করোনাভাইরাসজনিত মারাত্মক ফুসফুস জটিলতা নিয়ে সঙ্কটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্র-উপদেষ্টা ও বাংলা বিভাগের সভাপতি প্রফেসর ড. সাইদুর রহমান। বুধবার (২৪ ফেব্রুয়ারি) ভোর থেকে ইবনে সিনা হাসপাতাল কল্যাণপুর শাখায় লাইফ সাপোর্টে তিনি।

বাংলা বিভাগের অধ্যাপক ড. রশিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘অধ্যাপক ড. সাইদুর রহমানের অবস্থা সঙ্কটাপন্ন। তাকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। ডাক্তার বিষয়টিকে ক্রিটিক্যাল বলে মনে করছেন। মাঝরাতের দিকে তার অক্সিজেন স্যাচুরেশন খুবই কমে যায়। রক্তচাপও মারাত্মকভাবে কমে যায়। পরে কার্বন-ডাই-অক্সাইড বেড়ে যাওয়ায় ভোরের দিকে লাইফ সাপোর্টে নেয়া হয়। অক্সিজেন ও ফুসফুস একেবারেই কাজ করছিল না।’

তিনি আরও জানান, বেশ কয়েক দিন ধরে তার শারীরিক অবস্থার অবনতি হয়। স্পেশালাইজড হাসপাতালে গত তিনদিন আগে বিদ্যুৎ বিভ্রাট হওয়ায় তাকে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বর্তমানে লাইফ সাপোর্টে রয়েছেন।

গত ২৭ জানুয়ারি সস্ত্রীক অধ্যাপক ড. সাইদুর রহমানের করোনা রিপোর্ট পজিটিভ আসে। পরে ফুসফুসের জটিলতা বাড়ায় ২ ফেব্রুয়ারি থেকে তিনি ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে গত ১১ ফেব্রুয়ারি তার শারীরিক অবস্থার উন্নতি হয়। সেদিন তাকে দুপুরের দিকে হাই ডিপেনডেন্সি ইউনিট (এইচডিইউ) থেকে কেবিনে নেয়া হয়।

রায়হান মাহবুব/এসআর/এএসএম