ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

অযত্নে পড়ে আছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | কুমিল্লা বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ১২:৫৩ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শহীদ মিনারের দুটি পোড়া মাটির ফলক খসে পড়েছে। এছাড়া দীর্ঘদিন পরিস্কার না করায় বিভিন্ন জায়গায় শ্যাওলা জমে রয়েছে। জাতীয় দিবসে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হলেও এর সংস্কারে নজর নেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের দক্ষিণ দিকের মিনারের মাঝ বরাবর একটি ও নিচের দিকে একটি টাইলস উঠে গেছে।

বাংলা বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান এ বিষয়ে বলেন, ‘শহীদ মিনার একটি আবেগের জায়গা। আমাদের বিশ্ববিদ্যালয়েও একটি শহীদ মিনার রয়েছে কিন্তু প্রশাসনের অবহেলায় তা নাজুক অবস্থায় রয়েছে। প্রশাসনের কাছে দাবি থাকবে দ্রুত যেন শহীদ মিনারের সংস্কার করা হয়।

COU-2.jpg

একাউন্টিং বিভাগের তুহিন জোবান এ বিষয়ে বলেন, ‘শহীদ মিনার একটি স্পর্শকাতর স্থান। এটার সৌন্দর্য রক্ষায় প্রসাসনের এমন উদাসীনতা সত্যিই বেদনাদায়ক।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের তত্ত্ববধায়ক প্রকৌশলী এস.এম. শহিদুল হাসানের ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, ‘এটা আমি এখন প্রথম জানলাম। ইঞ্জিনিয়ারিং দফতরকে বলে দিব, যাতে দ্রুত তারা এটি মেরামত করে দেয়।’

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের স্থপতি রবিউল হুসাইন। ২০১৫ সালের ১৪ ডিসেম্বর এ শহীদ মিনারটি উদ্বোধন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর ড. মো. আলী আশরাফ।

এমএইচআর/এমএস