ঢাবিতে বিজ্ঞান অনুষদের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের পরীক্ষার ফলাফল প্রকাশে বিলম্ব হওয়া, বিশেষ ফলোন্নয়নের ব্যবস্থা না করাসহ বিভিন্ন অভিযোগ ও অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছে বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মুরসালিন অনুর পরিচালনায় এতে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ ছাত্রলীগ ও হল সংসদের নেতারা।
পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মুরসালিন অনু বলেন, আমরা লক্ষ্য করেছি পরীক্ষার ফলাফল প্রকাশে ৬/৭ মাস সময় লাগে। শিক্ষার্থীরা ৬/৭ মাস পরবর্তী বর্ষে ক্লাস করা, ইনকোর্স পরীক্ষায় অংশগ্রহণ করা, এসাইনমেন্ট করার পর জানতে পারে তারা অকৃতকার্য। এ বছরও প্রথম বর্ষের ফলাফল দুই মাসের মধ্যে প্রকাশ হলেও অন্যান্য বর্ষগুলোতে প্রতিবছরের ন্যায় বিলম্ব হয়েছে। করোনার কারণে স্বাভাবিকভাবেই আমাদের এক বছর ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার ওপরে পুনঃভর্তি নিতে হলে আমাদের দুটি গুরুত্বপূর্ণ শিক্ষাবর্ষ নষ্ট হচ্ছে, বিষয়টি আমাদেরকে মানসিকভাবে দুর্বল করে দিচ্ছে।
ড. মো. শহীদুল্লাহ্ হল সংসদের ভিপি হোসাইন আহমদ সোহান বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী দুই মাসের মধ্যে ফলাফল দেয়ার কথা থাকলেও বিজ্ঞান অনুষদের পদার্থ বিজ্ঞান, রসায়ন, পরিসংখ্যান বিভাগসহ কয়েকটি বিভাগে ফলাফল দিতে ৫/৬/৭ মাস সময় লেগে যায়। ১০০ বছরের একটি বিশ্ববিদ্যালয়ের কেন ফলাফল দিতে ৬/৭ মাস লাগে! আমাদের অনেক বন্ধু, সিনিয়রদের অনার্স শেষ করতে ৬/৭ বছর লেগে যায় কিন্তু পরিবার তাকিয়ে থাকে কবে ছেলের পড়ালেখা শেষ হবে। আমার এর সমাধান চাই। যদি কোনো সুষ্ঠু সমাধান না দেয়া হয়, তাহলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় অচল করে দেয়া হবে।
পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও শহীদুল্লাহ হলের জিএস ইরফানুল হক সৌরভ বলেন, আমাদের বেশিরভাগ শিক্ষার্থী মধ্যবিত্ত পরিবার থেকে আসে একটি বিষয় অকৃতকার্য হলে তাকে ১৫/২০ হাজার টাকা জরিমানা দিতে হয় তাও আবার পরীক্ষা দিতে পারে এক বছর পর। আমাদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে না। এভাবে আমাদের জীবন থেকে ২/৩ বছর নষ্ট হয়ে যায়। এই দায় কার! এসব সমস্যার জন্য আমাদের আন্দোলন করতে হবে? আপনারা পিএইচডি ডিগ্রি নেয়া শিক্ষকরা কি আমাদের সমস্যার কথা বুঝেন না!
সংহতি জানিয়ে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের এই সমস্যাটি কোনো সাময়িক সমস্যা নয়, এই দাবি নিয়ে আমরা গত বছরও মানববন্ধন করেছি। আমরা জানি, বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের ৬/৭ মাস বিলম্ব করে ফলাফল দেয়া হয়, আবার একজন শিক্ষার্থী যখন ছয় মাস ক্লাস করার পর জানতে পারে সে অকৃতকার্য, তাকে আবার আগের বর্ষের ক্লাস করতে হয়। এভাবে শিক্ষার্থীবিরোধী সিদ্ধান্ত নিয়ে শিক্ষার্থীদের বেকায়দায় ফেলছে প্রশাসন।
তিনি আরও বলেন, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিজ্ঞান অনুষদের ডিনের নিকট আহ্বান করছি, যেসব বিভাগে ৬/৭ মাস পর ফলাফল দিয়েছে, দ্রুততার সঙ্গে তাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা নেয়ার ব্যবস্থা করুন। আর আগামীতে যেন ফলাফল দিতে বিলম্ব না হয় সে ব্যবস্থা নিন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি দাবি মেনে না নেয়, শিক্ষার্থীদের প্রতি সহানুভূতি না দেখায়, তাহলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শিক্ষার্থীদের নিয়ে আন্দোলনে যাবে।
আল সাদী/এআরএ/এমকেএইচ