ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

রাবির ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ

প্রকাশিত: ১০:৩৭ এএম, ১৮ নভেম্বর ২০১৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (admission.ru.ac.bd) ফল প্রকাশ করা হয়।

বাণিজ্য অনুষদের যুগ্ম সমন্বয়ক অধ্যাপক ড. মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ডি ইউনিটের মোট ৫২৩টি আসনের মধ্যে ৯৩টি আসন অ-বাণিজ্য শিক্ষার্থীদের ভর্তি করা হবে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী জোড় ও বিজোড়ে ৩২৭ জন করে এবং অ-বাণিজ্যে ১৮৫ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। নির্বাচিতদের ২৬ তারিখের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে চয়েজ ফরম পূরণ করতে হবে।

তিনি আরো বলেন, ২৮ নভেম্বর সকাল ৯টা থেকে সাক্ষাতকার গ্রহণ করা হবে। সাক্ষাতকারের স্থানসহ সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে জানার পরমর্শ দেন তিনি।

রাশেদ রিন্টু/এমএএস/আরআইপি