ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

শাবিতে ১০ দিনব্যাপি চ্যারিটি বই উৎসব শুরু

প্রকাশিত: ০৭:৪৬ এএম, ১৭ নভেম্বর ২০১৫

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ১০ দিনব্যাপি চ্যারিটি বই উৎসব মঙ্গলবার শুরু হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত বই উৎসব চলবে এবং উৎসব শেষ হবে আগামী ২৬ নভেম্বর।

হৃদরোগে আক্রান্ত ইয়াসমিন আক্তার নামের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে চিকিৎসা সহয়তা দেয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘কিন’ এই বই উৎসবের আয়োজন করেছে।

আয়োজক সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় বেলা ১১ টায় বই উৎসবের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন- ভৌত বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জহির বিন আলম, প্রক্টর অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী, নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক একেএম মাজহারুল ইসলাম, সহকারী প্রক্টর সামিউল ইসলাম, জাহিদ হাসান, বাংলা বিভাগের প্রভাষক সরকার সোহেল রানা, কিনের সভাপতি শাহনেওয়াজ হোসেন পাভেল ও সাধারণ সম্পাদক ইফতেখার মোহাম্মদ প্রমুখ।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য আমিনুল হক ভূঁইয়া বলেন, সকলের সহমর্মিতায় এই বিশ্ববিদ্যালয় এগিয়ে যাচ্ছে। তোমাদের এই বইমেলা হৃদরোগে আক্রান্ত ইয়াসমিনের জন্য। তোমাদের প্রচেষ্টা অব্যাহত থাকুক এই প্রত্যাশা করি।

Book-Fair

কিনের সভাপতি শাহনেওয়াজ হোসেন পাভেল বলেন, বই বিক্রয়ের পুরো টাকা ইয়াসমিনের চিকিৎসায় সহায়তায় দেয়া হবে। আমাদের প্রচারণা ভাল হয়েছে। আশা করছি বইপ্রেমী মানুষের ভাল সমাগম হবে।

ইয়াসমিনের গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার সদর উপজেলায়। সে স্থানীয় একটি মাদরাসার পঞ্চম শ্রেণির ছাত্রী। তার বাবার নাম ওয়াহিদ আহমেদ।

যে কেউ ইয়াসমিনকে সহয়তা করতে পারবে। ইয়াসমিনকে সহয়তা পাঠানোর ঠিকানা- ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং, একাউন্ট নম্বর-০১৯৭৫৪৬৭৮৭৮৪

বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনাগুলো হল-আগামী, অন্বেষা, ইত্যাদি, অন্যপ্রকাশ, পার্ল,তাম্রলিপী, প্রকৃতি, চৈতন্য, সময়, কাকলী ইত্যাদি।

আব্দুল্লাহ আল মনসুর/এসএস/পিআর