ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

চবিতে প্রশ্নপত্র জালিয়াতির অভিযোগে আটক ২

প্রকাশিত: ০২:৫০ পিএম, ০৮ নভেম্বর ২০১৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রশ্নপত্র জালিয়াতির অভিযোগে দুই শিক্ষার্থীকে আটক করা হয়েছে। শনিবার চবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- নরসিংদী জেলার মো. ডালিম মিয়া, কিশোরগঞ্জের ফাইজুল ইসলাম।

মোবাইলে এসএমএস’র মাধ্যমে তাদের কাছে একশটি প্রশ্নের উত্তর পাঠানো হয়েছিল। তারা ২ লাখ ১০ হাজার টাকায় চুক্তিবদ্ধ হয়েছিল একটি জালিয়াতি চক্রের সঙ্গে। তবে ওই চক্রের কাউকে আটক করা যায়নি।

জানা গেছে, শনিবার বিশ্ববিদ্যালয় ব্যবসা প্রশাসনের অধীনে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ডালিম মিয়ার সিট পড়ে সমাজ বিজ্ঞান অনুষদ ভবনের ৩০৬ নং কক্ষে এবং ফাইজুলের সিট পড়ে বিশ্ববিদ্যালয় আইইআরটি ভবনের ১০৫ নং কক্ষে।

পরীক্ষার হল রুমে দায়িত্বরত শিক্ষকরা সেট কোড চেক করার সময় লক্ষ করেন ডালিমের সেট তিন এবং ফাইজুলের সেট দুই প্রশ্নপত্র পেলেও উভয়ে সেট কোড এক পূরণ করেছে। পরে তাদের কাছে মোবাইল ফোন চেক করে দেখা যায় সেট এক প্রশ্নপত্রের উত্তর তাদের এসএমএস করে পাঠানো হয়েছে।

পরে তারা স্বীকার করেন ডালিম এক লাখ এবং ফাইজুল ১ লাখ ১০ হাজার টাকায় একটি জালিয়াতি চক্রের সঙ্গে চুক্তিবদ্ধ হয়। ফলে পরীক্ষার হলে প্রবেশের পরে তাদের মোবাইলে এসএমএস করে সেট এক এর একটি প্রশ্নের উত্তর পাঠিয়ে দেওয়া হয়।

পরীক্ষার হলে দায়িত্বরত শিক্ষকরা বিষয়টি বুঝতে পেরে তাদের আটক করে প্রক্টর অফিসে পাঠিয়ে দেয়। পরে তাদের উত্তরপত্র বাতিল করে পুলিশে সোর্পদ করা হয়। তারা এখন হাটহাজারি মডেল থানা পুলিশ হেফাজতে।