ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

শাবিতে ভর্তি পরীক্ষা শুরু শনিবার

প্রকাশিত: ১২:৫৭ পিএম, ১৩ নভেম্বর ২০১৫

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে শনিবার। এদিন সকাল সাড়ে ৯টায় `এ` ইউনিট এবং দুপুর আড়াইটায় `বি` ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবারের ভর্তি পরীক্ষায় প্রতিটি আসনে বিপরীতে শিক্ষার্থীর সংখ্যা ২৯ জন। এ বছর দুইটি ইউনিটের ১৪৪৮টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে ৪১২৮৫ জন শিক্ষার্থী।

পৃথকভাবে পরীক্ষায় `এ` ইউনিটে ৬১৩টি আসনের বিপরীতে অংশ নিচ্ছে ১৫৯৬৭ জন `বি` ইউনিটে ৮৩৫ আসনের বিপরীতে অংশ নিচ্ছে ২৫৩১৮ জন শিক্ষার্থী।

ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. নারায়ণ সাহা জানান, ইতোমধ্যে ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে।

জালিয়াতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : ভর্তি পরীক্ষায় কোনো ধরনের জালিয়াতির সঙ্গে জড়িতের বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যাবস্থা নেয়া হবে। ভর্তি কমিটি জানায়, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা কোনো ধরনের জালিয়াতিতে জড়িত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত কাজ করবে।

মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞা : ভর্তি পরীক্ষা চলাকালে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে মিছিল সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রক্টরিয়াল বডি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার দিন ক্যাম্পাসে কোনো ব্যানার, পোস্টার, লিফলেট, বুকলেট ও বোর্ড কোথাও লাগানো কিংবা বিতরণ করা যাবে না। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে পরিচয়পত্র বহন করার কথাও বিজ্ঞপ্তিতে বলা হয়।

sust

র‌্যাগিংয়ের বিরুদ্ধে কঠোর প্রশাসন : এবার র‌্যাগিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। র‌্যাগিংয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির ঘোষণা দিয়েছে প্রশাসন। ইতোমধ্যে `শাবিপ্রবিতে র‌্যাগিং নিষিদ্ধ` লেখা সম্বলিত ব্যানার ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় সাঁটিয়ে দিয়েছে প্রশাসন। কোনো শিক্ষার্থী র‌্যাগিংয়ের শিকার হলে, ০১৯১২৭৩০৪৬০, ০১৭১৬০৭২৯৭৮, ০১৭১২৮৩২৬৯৯, ০১৭১৮৩৭৬৪৪৮, ০১৭১২১৬০৯৪৮ এই মোবাইল নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।

এ ব্যাপারে প্রক্টর অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী বলেন, আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিক্ষার্থীদের করণীয় : শিক্ষার্থীদের পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে পরীক্ষা হলে উপস্থিত থাকার কথা জানিয়েছে ভর্তি কমিটি। পরীক্ষা হলে আসার সময় শিক্ষার্থীদের দুই কপি রঙিন ছবি (সত্যায়িত ছাড়া চলবে) ও দুই কপি প্রবেশপত্র আনতে হবে। যদি কেউ কোন কারণবশত প্রবেশপত্র নিয়ে আসতে না পারে সেক্ষেত্রে ভর্তি কমিটি তার জন্য বিকল্প ব্যবস্থা করবে। পরীক্ষায় সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে কিন্তু অতিরিক্ত মেমোরি সমৃদ্ধ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।

পরীক্ষার হলে মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, চিপ সম্মিলিত ডিভাইস, এটিএম কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ভারী কলম, বোতামসহ নিয়ম বহির্ভূত কোনো ডিভাইস আনা ও ব্যবহার নিষিদ্ধ।

পরীক্ষা কেন্দ্র : পরীক্ষার আসন বিন্যাস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.sust.edu/admission) জানা যাবে। এছাড়াও মোবাইল ফোন থেকে এসএমএস করে আসন বিন্যাস জানা যাবে। শিক্ষার্থীদের যেকোনো মোবাইল অপারেটর থেকে SUST<space>SEAT<space>Admission Roll লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে।

আব্দুল্লাহ আল মনসুর/এআরএ/এমএস