ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

শেকৃবিতে মহান বিজয় দিবস উদযাপিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০৬:২০ পিএম, ১৬ ডিসেম্বর ২০২০

যথাযোগ্য মর্যাদায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। এ উপলক্ষে বুধবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভুঁইয়া এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন ট্রেজারার অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম।

এরপর প্রশাসনিক ভবনে ভাইস-চ্যান্সেলরের নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেরেবাংলা এ.কে.ফজলুল হকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর শিক্ষক সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন, বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদ, কর্মচারী সমিতি, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়।

জোহরের নামাজের পর কেন্দ্রীয় মসজিদ এবং স্টাফ কোয়ার্টার মসজিদে শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

মহান বিজয় দিবস উপলক্ষে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভুঁইয়া বলেন, ‘বাঙালি জাতি কৃতজ্ঞ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি, কৃতজ্ঞ জাতির সেই সকল সূর্যসন্তানদের প্রতি যাদের আত্মত্যাগের বিনিময়ে এ বিজয় অর্জিত হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে একটি সুখী, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক জাতি গঠনে সকলকে মিলেমিশে কাজ করে যেতে হবে বিজয়ের এই দিনে তরুণ প্রজন্মের প্রতি এ আমার আহ্বান।’

তিনি আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আমাদের জানতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে কাজ করতে হবে। আমরা এখন আর তলাবিহীন ঝুড়ি নই। উন্নয়নে আমরা এখন এশিয়ার রোল মডেল।’

এসএস/জেআইএম