ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

রাবির ভর্তি পরীক্ষায় ৯ পরীক্ষার্থীর কারাদণ্ড

প্রকাশিত: ০২:৩৬ পিএম, ১১ নভেম্বর ২০১৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৫-১৬ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তৃতীয় দিনে ‘এফ’ ও ‘এইচ’ ইউনিটে জালিয়াতির অভিযোগে মোট নয় জনকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা বেগম আইন-এর ১১ (গ) ধারা অনুযায়ী তাদের এ কারাদণ্ড দেন। এছাড়া এফ ইউনিটে অসদুপায় অবলম্বনের দায়ে আরো চারজনকে পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মো. জামশেদুল ইসলাম ও চাঁপাইনবাবগঞ্জের সাদিকুল ইসলামের ছেলে মো. জিকেন আলী, রাজশাহী কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) মেকানিক্যাল দ্বিতীয় সেমিস্টারের আনাস মো. মারুফ, তুষার চক্রবর্তী, রাবির উদ্ভিদবিদ্যা বিভাগের প্রথম বর্ষের আশিকুর রহমান, দিনাজপুরের হাজী দানেশ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মো. মশিউর রহমান ও পাবনা এ্যাডওয়ার্ড কলেজের মো. সিদ্দিকুর রহমান ও কুষ্টিয়ার দৌলতপুরের হাসানুল বারী।

বহিষ্কৃৃতরা হলেন রাজশাহীর হরিয়ান থেকে আসা হাসান মিয়ার কণ্যা আয়েশা সিদ্দীকা, মতিহার শ্যামপুরের মাহফুজুর রহমান বাদশার ছেলে শাহরিয়ার পারভেজ, রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের প্রথম বর্ষের শিক্ষার্থী মিজানুর রহমান ও বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ফরিদ উদ্দিন।

প্রফেসর তারিকুল হাসান জানান, এফ-ইউনিটের পরীক্ষা চলাকালে পরস্পর ওএমআর সিট বিনিময় করার অভিযোগে রাবির আরবি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী জামশেদুল ইসলাম ও চাঁপাইনবাবগঞ্জের সাদিকুল ইসলামের ছেলে জিকেন আলীকে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

পরে এইচ-ইউনিটের পরীক্ষা চলাকালে পরস্পর সহযোগিতা ও ওএমআর বিনিময়ের অপরাধে ওই ছয় জনকে তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করার অভিযোগে কুষ্টিয়ার দৌলতপুরের হাসানুল বারীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

রাশেদ রিন্টু/এমএএস/এমএস