ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে শাবিপ্রবিতে মানববন্ধন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০৫:২৮ পিএম, ০৮ ডিসেম্বর ২০২০

কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরকারীদের কঠোর শাস্তি চাইলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এ দাবি জানান শিক্ষক-কর্মকর্তারা।

এ সময় জড়িতদের কঠোর শাস্তির পাশাপাশি বঙ্গবন্ধুর স্মৃতি সম্বলিত স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদারের দাবি জানান তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন শাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. রাশেদ তালুকদার, শাবি মেডিকেল সেন্টারের প্রশাসক অধ্যাপক ড. কবির হোসেন, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আব্দুল আউয়াল বিশ্বাস, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জাহিদ হাসান, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আশিস কুমার বণিক, মনিরুজ্জামান খান, সহকারী রেজিস্ট্রার জামাল উদ্দিন, শাবি প্রেস ক্লাবের সভাপতি হোসাইন ইমরান, সাধারণ সম্পাদক মেহেদী কবীর প্রমুখ।

মোয়াজ্জেম আফরান/এসএমএম/এমএস