জাবিতে দুই ছাত্রদল কর্মীকে পিটিয়ে পুলিশে সোপর্দ
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে মিছিল করায় জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দুই কর্মীকে পিটিয়েছে ছাত্রলীগ। পরে তাদেরকে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে তাদের মারধর করা হয়। মারধরের শিকার দুই ছাত্রদল কর্মীর হল বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক জব্বার হলের সাদ্দাম হোসেন ও মীর মশাররফ হোসেন হলের রফিকুল ইসলাম পাপ্পু। তারা দুই জন বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিজ্ঞান বিভাগের ৪১তম ব্যাচের শিক্ষার্থী।
এর আগে ভোর ৬টায় জাবি শাখা ছাত্রদলের যুগ্মসাধারণ সম্পাদক সোহেল রানা গ্রুপের কর্মীরা পরিবহন চত্বর থেকে ভিসির বাসভবন পর্যন্ত একটি ঝটিকা মিছিল করে। পরবর্তীতে বেলা ১২টার দিকে শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনি ও সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেলের নির্দেশে শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা দুই ছাত্রদল কর্মীকে ভূতত্ত্বিক বিজ্ঞান বিভাগ থেকে ধরে নিয়ে যায়।
শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মিঠুন কুন্ড, সাংগঠনিক সম্পাদক মুরশিদুর রহমান, উপ-অর্থ সম্পাদক মো. জুয়েল রানা, সমাজসেবা বিষয়ক সম্পাদক মো. মিনহাজুল আবেদীন, আইন বিষয়ক সম্পাদক চঞ্চল, উপ-নাট্য সম্পাদক দেব প্রমুখের উপস্থিতিতে ছাত্রলীগ নেতাকর্মীর তাদের মারধর করে। পরবর্তীতে তাদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে তুলা দেয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।
এ বিষয়ে জানতে শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনি বলেন, ‘তারা নাশকতার চেষ্টা করে এবং এর আগেও তারা নাশকতার চেষ্টা করেছে, আমরা এরকম নাশকতার চেষ্টাকারীদের দৃঢ় হাতে দমন করবো’।
তাদের আটকের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর মেহেদী ইকবাল বলেন, তাদেরকে আশুলিয়া থানা পুলিশের হাতে সোপর্দ করেছি। পুলিশ তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।
হাফিজুর রহমান/এসএইচএস/পিআর