ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

গানে গানে রাবি ভর্তিচ্ছুদের শুভেচ্ছা

প্রকাশিত: ০৭:০১ পিএম, ০৯ নভেম্বর ২০১৫

রাবিতে চলছে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। এতে অংশ নিতে রাবি এখন প্রায় এক লাখ ৬০ হাজার নতুন মুখের আনাগোনা। নতুনদের এবার ভিন্ন আঙ্গিকে গানে গানে শুভেচ্ছা জানালো বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট। সোমবার ভর্তি পরীক্ষার প্রথম দিনে বিশ্ববিদ্যালয়ের পুরাতন ফোকলর চত্বরে সন্ধ্যায় নানা আয়োজনে ভর্তিচ্ছুদের আগমনী শুভেচ্ছা জানান জোটের সদস্যরা।

এসময় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সদস্যরা গানে, কবিতা আবৃত্তি, মুক্ত-আড্ডা জমিয়ে তোলেন আগত শিক্ষার্থীদের। নাজনীন পারভীন নামের এক ভর্তিচ্ছু শিক্ষার্থী জাগো নিউজকে বলেন, ‘আমি কুষ্টিয়া থেকে ভর্তি পরীক্ষা দিতে এসেছি। এখানে বড় ভাইয়া-আপুদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক শুভেচ্ছা আয়োজন আমার খুব ভালো লাগছে। বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছাটাকে আরো প্রবল করে তুলেছে।’

এসময় এখানে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতি জোটের সাধারণ সম্পাদক শিমুল, সদস্য-১ রিপন, বিশ্ববিদ্যালয় থিয়েটার রাজশাহীর সাংগাঠনিক সম্পাদক মো. রোকনুজ্জামান, কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের উপদেষ্টা মণ্ডলীর সদস্য দেবশ্রী মণ্ডল, কণিকা গোপ প্রমুখ।

রাজশাহী বিশ্ববিদ্যালয় থিয়েটারের সাংগাঠনিক সম্পাদক মো. রোকনুজ্জামান জাগো নিউজকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে যে মুক্ত সাংস্কৃতিক চর্চা হয় তা আমরা নতুনদের আরো বেশি করে জানাতে চেয়েছি। এর মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনগুলোকে পরিচয় করিয়ে দিতে পেরেছি বলে আমি মনে করি।’

"
সাংস্কৃতিক জোটের উপদেষ্টা মণ্ডলীর সদস্য দেবশ্রী মণ্ডল জাগো নিউজকে বলেন, ‘আমরা প্রতিবারই এ ধরনের আয়োজন করে থাকি। আমরা শিক্ষার্থীদের জানাতে চাই, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পূর্ণরূপে সাংস্কৃতিক চর্চা হয়। আমি মনে করি এতে শিক্ষার্থীরাও আনন্দ পায় এবং এর প্রতি আগ্রহ গড়ে ওঠে।’

রাশেদ রিন্টু/বিএ