ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিন নির্বাচনে নীল দলের জয়

প্রকাশিত: ১১:০৭ এএম, ০৬ নভেম্বর ২০১৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিন নির্বাচনে ১০টির মধ্যে ৮টিতে জয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আওয়ামী লীগ সমর্থিত নীল দল। অন্যদিকে সাদা দল বিজয়ী হয়েছে ২টিতে।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দিন আহম্মেদ বিকেল ৩টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
 
নির্বাচনে নীল দল থেকে বিজয়ীরা হলেন- কলা অনুষদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মো. আখতারুজ্জামান,  সামাজিক বিজ্ঞান অনুষদের অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ,  বিজনেস স্টাডিজ অনুষদে ব্যাংকি অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের  অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম,  বিজ্ঞান অনুষদে রসায়ন বিভাগের অধ্যাপক আব্দুল আজিজ, জীব বিজ্ঞান অনুষদের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ইমদাদুল হক, চারুকলা অনুষদের অঙ্কন ও চিত্রায়ন বিভাগের অধ্যাপক নিসার হোসেন এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক রফিকুল ইসলাম।
 
অন্যদিকে সাদা দলের পক্ষ থেকে বিজয়ীরা হলেন- আইন অনুষদের অধ্যাপক তাসলিমা মনসুর, ফার্মেসি অনুষদের ক্লিনিক্যাল ফার্মসি অ্যান্ড ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক সাইফুল ইসলাম।
 
বিশ্ববিদ্যালয়ের ১০টি অনুষদের ডিন নির্বাচন হওয়ার কথা থাকলেও আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স অনুষদে বিনা প্রতিদ্বদ্বিতায় নির্বাচিত হন অধ্যাপক এস এস মাসুদ কামাল।