জাবির সরকার ও রাজনীতি বিভাগের পুনর্মিলনী ৮ জানুয়ারি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের ২য় পুনর্মিলনী আগামী ৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। আগামী ৩০ নভেম্বরের পর্যন্ত রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে।
পুনর্মিলনী অনুষ্ঠানের আহ্বায়ক ও সরকার ও রাজনীতি বিভাগের সভাপতি বশির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বর্তমান এবং সাবেক শিক্ষার্থীরা নিজ নিজ ব্যাচের প্রতিনিধির মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন। ৩৯তম থেকে ৪৩মত ব্যাচ পর্যন্ত জন প্রতি ৩শ` টাকা এবং সাবেক শিক্ষার্থীদের জন্য ৫শ` টাকা, সাবেক শিক্ষার্থীর স্বামী/ স্ত্রী-৫শ` টাকা, সন্তান, অতিথি ও গাড়ি চালকের জন্য জন প্রতি ৩শ` টাকা রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে।
অ্যালমনাই অ্যাসোসিয়েশন এর সদস্য ফি আজীবন সদস্যের জন্য ৩ হাজার টাকা, এক রিইউনিয়ন পর্যন্ত ১১শ` টাকা নির্ধারাণ করা হয়েছে। বিকাশ ও ব্যাংকের মাধ্যমে পুনর্মিলনীর রেজিস্ট্রেশন করা যাবে।
পুনমিলনী রেজিস্ট্রেশন সম্পর্কিত যেকোনো তথ্যের জন্য ০১৭১৪১১৩৩৩৩, ০১৯২২৯১৬২১৬, ০১৭১২২৬৬৭৮৮ নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গ্রুপে ( JUGP Alumni Association) পুনর্মিলনী সংক্রান্ত তথ্য পাওয়া যাবে।
হাফিজুর রহমান/এসকেডি