ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

রাবিতে স্বননের আবৃত্তি উৎসব শুরু

প্রকাশিত: ০৭:৪৬ পিএম, ০৫ নভেম্বর ২০১৫

দেশের দীর্ঘতম আয়ুর আবৃত্তি সংগঠন ‘স্বনন’র ৩৪ বছর পূর্তি উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দু’দিন ব্যাপি এক আবৃত্তি উৎসবের আয়োজন করা হয়েছে। ‘আয় হাতে হাত রেখে আরো বেঁধে বেঁধে থাকি’ শ্লোগানকে সামনে রেখে আয়োজিত এ উৎসবকে ঘিরে গ্রহণ করা হয়েছে নানা কর্মসূচি।

কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট কথাসাহিত্যিক শ্রী সাধন চট্টোপাধ্যায়। এসময় আরো উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, কলকাতা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মোস্তাক আহমেদ।

উদ্বোধনের পর এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেষ হয়। দিনব্যাপি উৎসবের অংশ হিসেবে বিকেল সাড়ে ৫টায় মিলনায়তনে আবৃত্তি উৎসবের আয়োজন করা হয়েছে।

"
দু’দিনব্যাপি উৎসবের শেষদিন আজ (শুক্রবার) সকাল সাড়ে ১০টায় মিলনায়তনে বসবে নতুন-পুরাতনদের সাংগঠনিক আড্ডা ও বিকেল সাড়ে ৫টায় থাকছে আবৃত্তি অনুষ্ঠান।

রাশেদ রিন্টু/বিএ