প্রগতিশীল প্রকাশক হত্যার প্রতিবাদে শাবিতে বিক্ষোভ
প্রগতিশীল লেখক,ব্লগার ও প্রকাশকদের উপর মৌলবাদী জঙ্গিগোষ্ঠির নৃশংস হামলা ও হত্যার প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছে শিক্ষক-শিক্ষার্থীরা।
সোমবার দুপুর ১২টায় ‘বিক্ষুব্ধ শাবিপ্রবি পরিবার’ ব্যানারে মিছিলটি কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে থেকে শুরু হয়। মিছিলটি পুরো ক্যাম্পাস ঘুরে এসে একই স্থানে সমাবেশে মিলিত হয়।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট শাবি শাখার অন্যতম নেতা সুদীপ্ত বিশ্বাস বিভোর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূইয়া, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক রাশেদ তালুকদার, প্রক্টর অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী, সাবেক প্রক্টর অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফারজানা সিদ্দিকা, একই বিভাগের প্রভাষক সরকার সোহেল রানা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক অপু কুমার দাস প্রমুখ।
সমাবেশে বক্তারা অবিলম্বে হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত বিচার এবং লেখক ও প্রকাশকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি দাবি জানান।
উল্লেখ্য, গত শনিবার ( ৩১ অক্টোবর) প্রকাশনা প্রতিষ্ঠান শুদ্ধস্বরের কর্ণধার আহমেদুর রশীদ চৌধুরী টুটুল, লেখক রণদীপম বসু ও ব্লগার তারেক রহিমের উপর হামলা করে সন্ত্রাসীরা। একই দিন জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপনকেও হত্যা করে সন্ত্রসীরা।
আব্দুল্লাহ আল মনসুর/ এমএএস/পিআর
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ আইনজীবী হত্যার প্রতিবাদে ঢাকা কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ
- ২ চট্টগ্রামে আইনজীবীকে হত্যার প্রতিবাদে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ
- ৩ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইনজীবী আলিফের গায়েবানা জানাজা
- ৪ সিসিককে হোল্ডিং ট্যাক্স বাবদ ৮৭ লাখ টাকা পরিশোধ করলো শাবিপ্রবি
- ৫ সব বিভাগের অংশগ্রহণে প্রথমবারের মতো শিক্ষা ও গবেষণা প্রদর্শনী