ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

ঢাবি উপাচার্যকে ধরিত্রী বাংলাদেশের সংবর্ধনা

প্রকাশিত: ০২:৪১ পিএম, ৩১ অক্টোবর ২০১৫

দেশের শিক্ষা ও গবেষণা উন্নয়নে বিশেষ অবদানের জন্য `বিশ্ব শিক্ষক দিবস অ্যাওয়ার্ড-২০১৫` অর্জন করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিককে সংবর্ধনা দিয়েছে ধরিত্রী বাংলাদেশ।

শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ সংবর্ধনা দেয়া হয়।

অধ্যাপক ড. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নটরডেম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফাদার বেঞ্জামিন কস্তা, আশা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডালেম চন্দ্র বর্মণ, বিশ্ব শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক মাহফুজা খানম, বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নূর মো. তালুকদার, সংস্কৃতিজন ও এটিএন বাংলার অনুষ্ঠান উপদেষ্টা নওয়াজীশ আলী খান, পার্বত্য বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা এবং বিএনএস গ্রুপ অব কোম্পানিজের চেয়াম্যান এম এন এইচ বুলু।

জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান সূচনার পর প্রদীপ প্রজ্জলন করা হয় এবং অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর সঙ্গীত আবহে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিককে ধরিত্রী বাংলাদেশ ও বিভিন্ন নাগরিকদের পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে দেন, সংবর্ধনা স্মারক ও মেডেল তুলে দেন অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ড. আমিনুল ইসলাম।

এমএইচ/এআরএ/আরআইপি