ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

শাবির গণিত বিভাগের পুনর্মিলনী ফেব্রুয়ারিতে

প্রকাশিত: ০৬:১৪ এএম, ৩১ অক্টোবর ২০১৫

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) গণিত বিভাগের প্রথম পুনর্মিলনী ২০১৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। শুক্রবার সন্ধ্যায় সিলেট নগরীর জিন্দাবাজারের ভোজনবাড়ি রেস্টুরেন্টে পুনর্মিলনী আয়োজক কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

পুনর্মিলনী আয়োজক কমিটির সভাপতি ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মো. শাহনুরের সভাপতিত্বে এবং সদস্য সচিব সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামের পরিচালনায় সভায় বিভাগের প্রাক্তন অর্ধ-শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সভায় সকলের সিদ্ধান্ত অনুযায়ী ফেব্রুয়ারির দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।

সভায় বক্তব্য রাখেন গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ খায়রুল হাসান, সহযোগী অধ্যাপক ড. পাভেল শাহরিয়ার, সহযোগী অধ্যাপক রেজওয়ান আহমেদ, সহকারী অধ্যাপক চন্দ্রানী নাগ, সহকারী অধ্যাপক মো. মতিয়ার রহমান, সহকারী অধ্যাপক আলমগীর কবির, সহকারী অধ্যাপক সৈয়দ মো. ওমর ফারুকসহ বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা।

পূণর্মিলনী আয়োজক কমিটির সদস্য সচিব সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম জাগো নিউজকে জানান, অনুষ্ঠানটিতে সকলের অংশগ্রহণ থাকবে। ইতোমধ্যে পুনর্মিলনী সফলভাবে সম্পন্ন করার জন্য দেশ-বিদেশের প্রাক্তন শিক্ষার্থীরা অনুদান দেয়ার আশ্বাস দিয়েছেন বলে তিনি জানান।

পুনর্মিলনী সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য আয়োজক কমিটির সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম এর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা যাবে।

আব্দুল্লাহ আল মনসুর/এসএস/এমএস