ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

ঢাবি ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

প্রকাশিত: ০৯:০৫ পিএম, ২৯ অক্টোবর ২০১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের অধীনে ১ম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আজ (শুক্রবার)। সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত চলবে এ ভর্তি পরীক্ষা। পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে পরীক্ষা চলাকালীন মোবাইল কোর্ট দায়িত্ব পালন করবে।

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ‘ক’ ইউনিটের অধীনে ১ম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত চলবে এ পরীক্ষা।

ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৫৬টি ও ক্যাম্পাসের বাইরে ঢাকা শহরের ২০টি স্কুল-কলেজসহ মোট ৭৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এ বছর ১৬৬০টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৭১ হাজার ৩৫০ জন।

এদিকে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে ছাত্র-ছাত্রীসহ সংশ্লিষ্ট সকলকে পরীক্ষার হলে ক্যালকুলেটর, মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এরূপ কোনো ইলেক্ট্রনিক ডিভাইস/যন্ত্র নিয়ে হলে প্রবেশের উপর নিষেধ করা হয়েছে।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আসন বিন্যাসসহ যাবতীয় তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট admission.eis.du.ac.bd এ ভিজিট করার পরামর্শ দেয়া হয়েছে।

এমএইচ/বিএ

আরও পড়ুন