ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

জাবিতে আনন্দশালার ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী

প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ২৮ অক্টোবর ২০১৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত অটিস্টিক শিশুদের বিকাশ কেন্দ্র আনন্দশালার ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার এ অনুষ্ঠান উপলক্ষে সকালে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম কেক কাটেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক, ছাত্রকল্যাণ ও পরামর্শদানকেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. রাশেদা আখতার, প্রক্টর অধ্যাপক ড. তপন কুমার সাহা প্রমুখ।

অনারম্ভরভাবে আয়োজিত এ অনুষ্ঠান পরিচালনা করেন আনন্দশালার পরিচালক (অনারারি) অধ্যাপক ড. মুহম্মদ হানিফ আলী।

উল্লেখ্য, দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অটিস্টিক শিশুদের এ ধরনের স্কুল রয়েছে। ২০০৯ সালের ২৮ অক্টোবর আনন্দশালার যাত্রা শুরু হয়।

হাফিজুর রহমান/এমজেড/আরআইপি