ইবি ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের অনার্স (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি ঘোষণা করেছে। ভর্তি পরীক্ষা ১৫ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। পূর্ব ঘোষিত সময়ানুযায়ী ভর্তি পরীক্ষা পাঁচদিনে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা কমিয়ে চার দিনেই সম্পন্ন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রতিদিন চার শিফটে ভর্তি পরীক্ষা নেয়া হবে। বুধবার কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটি এসব তথ্য নিশ্চিত করেছে।
কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ অনার্স (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ১৫ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। দিনে চার শিফটে ভর্তি পরীক্ষা নেয়া হবে। প্রথম শিফট সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে দশটা। দ্বিতীয় শিফট সকাল সাড়ে ১১টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত। তৃতীয় শিফট দুপুর দুইটা থেকে তিনটা এবং চতুর্থ শিফট বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
প্রথম দিন ১৫ নভেম্বর প্রথম শিফটে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় শিফটে ‘বি’ ইউনিটের এক রোল থেকে পাঁচ হাজার ৬২০ পর্যন্ত, তৃতীয় শিফটে একই ইউনিটের ৫ হাজার ৬২১ থেকে ১১ হাজার ২৪০ পর্যন্ত এবং দিনের চতুর্থ শিফটে একই ইউনিটের ১১ হাজার ৬৪১ থেকে শেষ রোল পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় দিন ১৬ নভেম্বর প্রথম শিফটে ‘এইচ” ইউনিটের এক রোল থেকে শেষ পর্যন্ত, দ্বিতীয় শিফটে ‘সি’ ইউনিটের এক থেকে ৫ হাজার ৬২০, তৃতীয় শিফটে একই ইউনিটের ৫ হাজার ৬২১ থেকে ১১ হাজার ২৪০ এবং দিনের চতৃর্থ শিফটে একই ইউনিটের ১১ হাজার ২৪১ থেকে শেষ রোল পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তৃতীয় দিন ১৭ নভেম্বর দিনের প্রথম শিফটে ‘ডি’ ইউনিটের এক রোল থেকে ৫ হাজার ৬২০ এবং দ্বিতীয় শিফটে ‘ডি’ ইউনিটের ৫ হাজার ৬২১ থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠিত হবে। দিনের তৃতীয় শিফটে ‘ই’ ইউনিটের এক থেকে ৫ হাজার ৬২০ এবং চতুর্থ শিফটে ‘ই’ ইউনিটের ৫ হাজার ৬২১ থেকে শেষ পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষার শেষ দিন ১৮ নভেম্বর প্রথম শিফটে ‘এফ’ ইউনিটের এক রোল থেকে শেষ পর্যন্ত, দ্বিতীয় শিফটে ‘জি; ইউনিটের এক রোল থেকে ৫ হাজার ৬২০, তৃতীয় শিফটে ‘জি’ ইউনিটের ৫ হাজার ৬ শত ২১ থেকে শেষ পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শেষ হবে।
এমএএস/আরআইপি