ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

জবির ‘এ’ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার

প্রকাশিত: ১২:৪৭ পিএম, ২৭ অক্টোবর ২০১৫

জগন্নাথ বিশবিদ্যালয়ের (জবি) স্নাথক সম্মান শ্রেণির ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অগামী শুক্রবার অনুষ্ঠিত হবে। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩০ অক্টোবর (শুক্রবার) একযোগে ২৯টি পরীক্ষা কেন্দ্রে বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে।

এবার ‘এ’ ইউনিটে ৭৬০টি আসনের (বিজ্ঞান-৭২৫ ও অন্যান্য-৩৫) বিপরীতে ৫৭,৭০৩ জন অর্থাৎ প্রতি আসনের বিপরীতে প্রায় ৭৬ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছে।

আসন বিন্যাস:
১১০০০০১ থেকে ১১০১৫০০ পর্যন্ত মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে, ১১০১৫০১ থেকে ১১০৩৫০০ পর্যন্ত মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজে (কলেজগেট), ১০৩৫০১ থেকে ১১০৫০০০ পর্যন্ত ধানমন্ডি গভঃ বয়েজ হাই স্কুলে (ধানমন্ডি), ১১০৫০০১ থেকে ১১০৬৬০৮ পর্যন্ত আইডিয়াল কলেজে (সেন্টাল রোড, ধানমন্ডি), ১১০৬৬০৯ থেকে ১১০৮০০৮ পর্যন্ত ঢাকা সিটি কলেজে (ধানমন্ডি), ১১০৮০০৯ থেকে ১১০৯৮০০ পর্যন্ত গার্হস্থ্য অর্থনীতি কলেজে (আজিমপুর), ১০৯৮০১ থেকে ১১১৩০০০ পর্যন্ত বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজে (বকশীবাজার)।

১৩০০০০১ থেকে ১৩০২৫০০ পর্যন্ত লালমাটিয়া মহিলা মহাবিদ্যালয়ে (লালমাটিয়া), ১৩০২৫০১ থেকে ১৩০৩৮০০ পর্যন্ত আজিমপুর গার্লস স্কুল এন্ড কলেজে (আজিমপুর), ১৩০৩৮০১ থেকে ১৩০৫৫৫০ পর্যন্ত অগ্রণী স্কুল এন্ড কলেজে (আজিমপুর), ১৩০৫৫৫১ থেকে ১৩০৭৫৫০ পর্যন্ত লালবাগ মডেল স্কুল এন্ড কলেজে (লালবাগ), ১৩০৭৫৫১ থেকে ১৩০৯০৫০ পর্যন্ত ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজে (বুয়েট ক্যাম্পাস)।

১৩০৯০৫১ থেকে ১৩১০৫৫০ পর্যন্ত উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (ফুলার রোড, ঢাকা বিশ্ববিদ্যালয়), ১৩১০৫৫১ থেকে ১৩১১৩১০ পর্যন্ত ইউনিভার্সিটি ল্যাবরেটরী স্কুল অ্যান্ড কলেজে (ঢাকা বিশ্ববিদ্যালয়), ১৩১১৩১১ থেকে ১৩১২৩১০ পর্যন্ত নীলক্ষেত হাই স্কুলে (ঢাকা বিশ্ববিদ্যালয়), ১৩১২৩১১ থেকে ১৩১৪৩১০ পর্যন্ত শেখ বোরহানুদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজে (নাজিমুদ্দিন রোড), ১৩১৪৩১১ থেকে ১৩১৬৩১০ পর্যন্ত সিদ্ধেশ্বরী গার্লস কলেজে (নিউ বেইলী রোড), ১৩১৬৩১১ থেকে ১৩১৯৮১০ পর্যন্ত উইলস্ লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে (কাকরাইল)।

১৩১৯৮১১ থেকে ১৩২১৪১০ পর্যন্ত সেগুন বাগিচা হাই স্কুলে (তোপখানা রোড), ১৩২১৪১১ থেকে ১৩২৩২১০ পর্যন্ত মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে (মতিঝিল), ১৩২৩২১১ থেকে ১৩২৪৪১০ পর্যন্ত মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে (মতিঝিল), ১৩২৪৪১১ থেকে ১৩২৬০১০ পর্যন্ত সেন্ট্রাল উইমেনস কলেজে (টিকাটুলী)।

১৩২৬০১১ থেকে ১৩২৭৫১০ পর্যন্ত ফজলুল হক মহিলা কলেজে (গেন্ডারিয়া), ১৩২৭৫১১ থেকে ১৩৩০৫১০ পর্যন্ত ঢাকা মহানগর মহিলা কলেজে (লক্ষীবাজার), ১৩৩০৫১১ থেকে ১৩৩১৫১০ পর্যন্ত ঢাকা গভঃ মুসলিম হাই স্কুলে (লক্ষীবাজার), ১৩৩১৫১১ থেকে ১৩৩৩১১০ পর্যন্ত কে. এল. জুবিলী স্কুল এন্ড কলেজে (বাংলাবাজার)।

১৩৩৩১১১ থেকে ১৩৩৪১৬০ পর্যন্ত বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে (বাংলাবাজার), ১৩৩৪১৬১ থেকে ১৩৩৫০২৩ পর্যন্ত ঢাকা কলেজিয়েট স্কুলে (সদরঘাট) ও ১৩৩৫০২৪ থেকে ১৩৪৩২২৫ পর্যন্ত, ২১০০০০১ থেকে ২১০০৭৯০ পর্যন্ত এবং ২৩০০০০১ থেকে ২৩০০৬৮৮ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রোলধারী পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সুব্রত মণ্ডল/এসকেডি/আরআইপি