ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

বুধবার বেরোবিতে দ্বিতীয় ছাত্র হলের উদ্বোধন

প্রকাশিত: ০৫:৪৩ এএম, ২৭ অক্টোবর ২০১৫

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রদের দ্বিতীয় আবাসিক হল ‘শহীদ মুক্তার এলাহী হল’এর উদ্বোধন বুধবার। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী বেলা ১১টায় উদ্বোধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।

শহীদ মুক্তার এলাহী হলের প্রাধ্যক্ষ (চলতি দায়িত্ব) আমীর শরীফ উদ্বোধনের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, আধুনিক সুবিধা সম্বলিত হলটি চালুর মাধ্যমে প্রায় সাড়ে তিনশ শিক্ষার্থী আবাসন সুবিধা পাবে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ২০১১ সালের ৫ আগস্ট হলটির আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ছয়তলা ভবন বিশিষ্ট হলটির নির্মাণ ব্যয় ধরা হয় ছয় কোটি ২৩ লক্ষ টাকা। যার নির্মাণ কাজ শেষ হয় গত বছরের জুন মাসে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে এ নিয়ে হলের সংখ্যা দাঁড়াবে তিনটিতে। এর মধ্যে দুটি ছাত্র হল ও একটি ছাত্রী হল। সব মিলিয়ে প্রায় এগারোশ শিক্ষার্থী আবাসিক সুবিধা পাবেন। বিশ্ববিদ্যালয়ে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় সাত হাজার।

এমজেড/পিআর