ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

ঢাবির ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

প্রকাশিত: ০৫:৩৪ এএম, ২৭ অক্টোবর ২০১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ বছর এ ইউনিটের উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ২ দশমিক ৬৪ শতাংশ।

মঙ্গলবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, নতুন শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত চ ইউনিটের ১৩৫টি আসনের বিপরীতে উত্তীর্ণ হয়েছে মাত্র ১৪৯ জন পরীক্ষার্থী। যা শতকরা হারে ২ দশমিক ৬৪ শতাংশ। এ বছর এ ইউনিটে ভর্তি পরীক্ষার জন্য আবেদনকারীর সংখ্যা ছিল ৭ হাজার ৩০৭ জন। পরীক্ষায় অংশগ্রহণ করে ৫ হাজার ৬৩৬ জন শিক্ষার্থী। তারমধ্যে অনুত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ৪৮৬ জন। বাতিল হয়েছে ১ জনের উত্তরপত্র।

মোবাইল এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে পরীক্ষার ফল জানা যাচ্ছে। মোবাইলে যেকোন অপারেটরের মেসেজ অপশনে গিয়ে DU স্পেস Cha স্পেস Roll নং লিখে 163321 নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএস এ জানা যাবে ফলাফল। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসইট admission.eis.du.ac.bd  থেকে ফলাফল জানা যাচ্ছে।

পাশকৃত সকল শিক্ষার্থীকে আগামী ২৮ অক্টোবর ২০১৫ থেকে ৩ নভেম্বর ২০১৫ পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত এবং বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে বলা হয়েছে। এছাড়া কোটায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ২৮ অক্টোবর বুধবার থেকে ৩ নভেম্বর ২০১৫ মধ্যে সংশ্লিষ্ট কোটার ফরম চারুকলা অনুষদের ডিন অফিস হতে সংগ্রহ করে সঠিকভাবে পূরণ করে জমা দেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১০ অক্টোবর ২০১৫ শনিবার ‘চ’ ইউনিটের সাধারণ জ্ঞান এবং ১৭ অক্টোবর ২০১৫ শনিবার অংকন পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এমএইচ/আরএস