ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

জাবির ডি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:৩৪ পিএম, ২৬ অক্টোবর ২০১৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির চলমান ভর্তি পরীক্ষা সোমবার ‘ডি’ ইউনিটের (জীববিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম সকালে পুরাতন কলাভব ও বিজনেস স্টাডিজ অনুষদে ভর্তি পরীক্ষা পরিদর্শন করেন।

এসময় প্রো-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল জব্বার হাওলাদার, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক প্রমুখ উপাচার্যের সঙ্গে ছিলেন।
 
আগামী ২৮ অক্টোবর ‘বি’ ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ) ও ‘এইচ’ ইউনিটের (আইআইটি) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বি ইউনিটের ভর্তি পরীক্ষার প্রথম শিফট শুরু হবে সকাল নয়টায়। এইচ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হবে বেলা দুইটায়। ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে www.juniv.edu/admission জানা যাবে। ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.juniv.edu/admissionresults থেকে জানা যাবে।

হাফিজুর রহমান/ এমএএস/এমএস