ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

করোনার ছুটিতে শেকৃবিতে সৌন্দর্য বর্ধনের নামে গাছ নিধন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০৯:১০ এএম, ১৯ জুন ২০২০

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষা কার্যক্রমও। এই সময়ে বিশ্ববিদ্যালয়টির প্রশাসনের বিরুদ্ধে গাছ নিধনের অভিযোগ উঠেছে।

এ নিয়ে ক্ষুব্ধ শেকৃবির অনেক শিক্ষক, শিক্ষার্থীসহ কর্মচারী-কর্মকর্তারা। তারা বলছেন, গাছগুলো কেটে ফেলায় কেবল সৌন্দর্যহানিই ঘটেনি, ক্যাম্পাসের চিরচেনা রূপও হারিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে লাইব্রেরির পথ ধরে হলের সামনে পর্যন্ত সড়কের দুপাশে ছিল সাজানো-গোছানো শতাধিক দেবদারু গাছ। দীর্ঘকাল ধরে সৌন্দর্য ছড়াচ্ছিল এই গাছগুলাে। কিন্তু গত ১ বছর আগে রাস্তা প্রশস্তের অজুহাত দেখিয়ে একপাশের গাছ কাটার সিদ্ধান্ত নেয় প্রশাসন। তবে শিক্ষার্থীদের দাবির মুখে রাস্তা সােজা করার জন্য একাডেমিক ভবনের পাশের ৪টি গাছ কেটেই সিদ্ধান্তটি বাতিল করা হয।

হঠাৎ গত বুধবার থেকে প্রশাসনিক ভবনের সামনের এক পাশের সব দেবদারু গাছ কাটা শুরু হয়েছে। ছবিটি সামাজিক যােগাযােগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে ফেসবুকে প্রতিবাদ জানান শিক্ষক-শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকরা বলছেন, প্রাকৃতিক সৌন্দর্যে ঢাকা ক্যাম্পাসটি সবার কাছে ঢাকার ছােট্ট গ্রাম নামে পরিচিত ছিল, কিন্তু ধীরে ধীরে তা হারিয়ে যাচ্ছে। বিভিন্ন স্থাপনা নির্মাণ ও উন্নয়নের নামে বেশকিছু দিন ধরেই গাঝ নিধন চলছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্ল্যানিং বিভাগের প্রধান আবুল কালাম আজাদের সাথে যােগাযােগ করা হলে তিনি জানান, ‘আমি গাছ কাটার বিষয়ে কিছু জানি না।’

তবে চিফ ইঞ্জিনিয়ার আজিজুর রহমান বলেন, রাস্তা প্রশস্তকরণ ও প্রশাসনিক ভবনের সামনে মনুমেন্ট দৃশ্যমান করার জন্য উপাচার্যের অনুমতি নিয়েই কয়েকটি গাছ কাটা হয়েছে। তবে অন্য গাছ এখন কাটার আর পরিকল্পনা নেই।

মো. রাকিব খান/এমএসএইচ/এমএস