ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

করোনায় মৃতদের প্রতি শোক ঢাবি সিনেটে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৫২ পিএম, ১৪ জুন ২০২০

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী সকলের প্রতি গভীর শোক প্রকাশ করে এক মিনিট নীরবতা পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিনেট।

রোববার (১৪ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক অধিবেশনে এ শোক প্রস্তাব গৃহীত হয়।

সভায় বাংলাদেশে করোনাভাইরাসে সেবা প্রদান করতে গিয়ে যারা প্রাণোৎসর্গ করেছেন তাদের প্রতিও গভীর শোক ও শ্রদ্ধা প্রকাশ করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সিনেটের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, করোনাভাইরাসে সারাবিশ্বে মানুষের স্বাভাবিক জীবনযাপন বিপর্যস্ত হয়েছে। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। এখন পর্যন্ত করোনায় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গসহ অনেক নাগরিককে হারিয়েছি। অতি দ্রুতই আলোর মুখ দেখবে বলে আশা করছি।

বিএ/এমকেএইচ