রাবির আরেক শিক্ষার্থী করোনায় আক্রান্ত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষে পড়াশোনা করছেন৷
১৫ মে দিনাজপুরের একটি হাসপাতালে নমুনা পরীক্ষার পর ওই ছাত্রী করোনায় আক্রান্ত বলে নিশ্চিত করেন চিকিৎসকরা। বিষয়টি জানিয়েছেন আক্রান্ত ছাত্রীর স্বামী। ওই ছাত্রী বর্তমানে দিনাজপুরের পার্বতীপুরে নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন।
আক্রান্ত ছাত্রীর স্বামী জানান, ১৫ মে তার চাচা শ্বশুরের করোনা পজিটিভ আসার পর সবার নমুনা পরীক্ষা করা হয়। এতে ওই ছাত্রীর করোনা পজিটিভ আসে। দু’একদিন জ্বর-সর্দির পর বর্তমানে শরীরের অবস্থা উন্নতির পথে তার। বাড়িতে বসে চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন তিনি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি ড. মো. মাহাবুবুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। ওই শিক্ষার্থীর খোঁজখবর নেব।
প্রসঙ্গত, এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক ছাত্রী করোনায় আক্রান্ত হন। বর্তমানে তিনি সুস্থ।
সালমান শাকিল/এএম/পিআর
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ যারা হলে ছাত্ররাজনীতি চায় না, তারা বিশেষ গোষ্ঠীর প্রতিনিধিত্ব করে
- ২ বুদ্ধিজীবী দিবসে জবি ছাত্রদলের চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা
- ৩ জবিতে ভর্তিযুদ্ধে অংশ নিতে ৮০ হাজারের বেশি শিক্ষার্থীর আবেদন
- ৪ একই দিনে তিন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরা বিপাকে
- ৫ গোল্ডেন লাইনের বাস আটকে রেখেছে ইবি শিক্ষার্থীরা