ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

অসহায় শিক্ষার্থীদের সহায়তায় জবি মার্কেটিং বিভাগ

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৭:১৪ পিএম, ২৪ মে ২০২০

চলমান করোনাভাইরাস পরিস্থিতিতে অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য অনন্য উদ্যোগ গ্রহণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মার্কেটিং বিভাগ। যার মাধ্যমে এখন পর্যন্ত ৯১ শিক্ষার্থীকে ২ লাখ ৯ হাজার ৫০০ টাকার আর্থিক সহায়তা দেয়া হয়েছে।

মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হুমায়ূন কবীর চৌধুরীর সভাপতিত্বে বিভাগীয় সকল শিক্ষক এবং ছাত্র প্রতিনিধিগণ অনলাইন মিটিংয়ের মাধ্যমে প্রাথমিকভাবে ফান্ড গঠনের সিদ্ধান্ত নেয়। শুরুতে ফান্ড তত্ত্বাবধান এবং বণ্টনের জন্য বিভাগীয় অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলামের তত্ত্বাবধানে জরুরি ভিত্তিতে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- বিভাগীয় সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল্লাহ মাহফুজ, সহকারী অধ্যাপক বিদ্যুৎ কুমার বালো, সহকারী অধ্যাপক মাহজাবীন আহমেদ, প্রভাষক মো. আল আমিন এবং ছাত্র প্রতিনিধিদের মধ্যে শামীম হাসান সৈকত, অনিক কুমার দেবনাথ ও দীপা আক্তার মুক্তা।

জানা যায়, প্রাথমিকভাবে ১ মে-তে ৪৯ জন শিক্ষার্থীর মাঝে এক লাখ ২০০ টাকা এবং পরবর্তীতে ইদকে সামনে রেখে ২০ প্রয়োজনীয়তা সাপেক্ষে আবারও ৪২ জন শিক্ষার্থীর মাঝে ১ লাখ ৯ হাজার ৩০০ টাকাসহ সর্বমোট ২ লাখ ৯ হাজার ৫০০ টাকার অর্থ সহযোগিতা প্রদান করা হয়।

জানা যায়, ঈদ পরবর্তীতে তৃতীয় ধাপে সহায়তার জন্য তহবিল গঠনের কার্যক্রম চলমান রয়েছে।

ফান্ড তত্ত্বাবধান ও বণ্টন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম এক ভিডিও বার্তার মাধ্যমে জানান, বিশ্বব্যাপী কোভিড-১৯ সংক্রমণের এক ক্রান্তিকাল অতিক্রম করছি। এই পরিস্থিতিতে জবি মার্কেটিং পরিবারের শিক্ষকবৃন্দ, প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীরা একতাবদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার সংকল্প গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, এই কার্যক্রম পরিচালনায় সহায়তা গ্রহণকারী শিক্ষার্থীর নাম গোপন রেখেই সহায়তা করা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে জবি মার্কেটিং ক্লাবের সাধারণ সম্পাদক মো. তানভীর হোসাইন বলেন, এপ্রিল ২০২০ এর মাঝামাঝি সময়ে যখন আমাদের বেশ কিছু নিয়মিত ছাত্র-ছাত্রীরা অর্থ সংকটে পড়তে শুরু করেন, তখন আমরা আমাদের বিভাগীয় শিক্ষকমণ্ডলী এবং সাবেক শিক্ষার্থীদের জানাই।

শিক্ষার্থীদের এ সমস্যার কথা শুনে আমাদের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান, অন্যান্য শিক্ষকবৃন্দ, সাবেক ও বর্তমান ছাত্ররা অত্যন্ত দ্রুততার সঙ্গে ফান্ড গঠনের সিদ্ধান্ত নেয় এবং অসচ্ছল শিক্ষার্থীদের সহযোগিতায় এগিয়ে আসেন।

সার্বিক সহযোগিতার জন্য বিভাগীয় শিক্ষক এবং সাবেক শিক্ষার্থীদের বিশেষ ধন্যবাদ দিয়ে, আগামী দিনে এই কার্যক্রম চালু রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

সহায়তা পেতে এই নম্বরগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে- 01748630698 (ছাত্রী), 01832298095 (ছাত্র), 01521211874 (ছাত্রী) এবং 01680651532 (ছাত্র)।

অনুদান দিতে-

বিকাশ- 01832298095, 01675753611

রকেট- 018322980952, 016757536119

নগদ- 01832298095, 01675753611

ব্যাংক হিসাব-

Dutch-Bangla Bank Limited
AC Name: Md.Abu Kawsar
AC Number: 164-151-246267
Branch : Mirpur-10,Dhaka
Phone Number: 01832298095

Standard Chartered Bank
AC Name: Anik Kumar Devnath
AC Number: 18137948601
Branch: Gulshan Branch.
Phone Number: 01911738874
Swift Code: SCBLBDDX
Routing Number: 215261726

এফআর/এমকেএইচ