ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

জাবিতে বিলুপ্তপ্রায় প্রজাতির বৃক্ষরোপণ

প্রকাশিত: ০২:৫১ পিএম, ১৯ অক্টোবর ২০১৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলে বিলুপ্তপ্রায় প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়েছে। সোমবার বেলা ১১টায় উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম এ কর্মসূচির উদ্বোধন করেন।

বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুল্লাহ মোহাম্মদ সোহায়েলের সহায়তায় বিভিন্ন স্থান থেকে এসব বৃক্ষের চারা সংগৃহীত হয়েছে।

রোপণকৃত চারাগুলোর মধ্যে ডেও ফল, খুদিজাম, ছাগলবিচি, বাক্সবাদাম, কাঁঠাল চাপা, জয়তুন, কারিপাতা, জলপাই, পিতরাজ, লটকন, কতবেল, অরবড়ই, পানবিলাস, গন্ধভাদুলী, চইজাল প্রভৃতি রয়েছে।   

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের, হল প্রভোস্ট অধ্যাপক ড. ফরিদ আহমদ প্রমুখ।  

হাফিজুর রহমান/ এএইচ/পিআর