ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১৩ লাখ টাকা দিল শাবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | শাবি | প্রকাশিত: ০৮:০৬ পিএম, ১০ মে ২০২০

করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর কল্যাণ ও ত্রাণ তহবিলে ১৩ লাখ ২৫ হাজার টাকা দিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

রোববার (১০ মে) বেলা ১১ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তেজগাঁও কার্যালয় ও গণভবনে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের কাছে চেক হস্তান্তর করেন শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ করোনা মোকাবিলায় বলিষ্ঠ ভূমিকা এবং জাতিকে সঠিক নির্দেশনা প্রদানের জন্য প্রধানমন্ত্রীর প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

পরবর্তীতে অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ জাগো নিউজকে বলেন, করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারের কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে আমাদের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা একদিনের বেতন প্রদান করেছেন। যার পরিমাণ ১৩ লাখ ২৫ হাজার টাকা।

এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ক্রান্তিকালে আমাদের সবাইকে নিজের অবস্থান থেকে যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানান বলেও উল্লেখ করেন অধ্যাপক ফরিদ উদ্দিন।

এএম/এমকেএইচ