অনলাইন ক্লাসে যাচ্ছে ঢাকা কলেজ
উচ্চ মাধ্যমিকের পর এবার অনার্স ও মাস্টার্সের শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে অনলাইন ক্লাসে যাচ্ছে ঢাকা কলেজ। রোববার (১০ মে) অনলাইন ক্লাসের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর নেহাল আহমেদ।
তিনি বলেন, উচ্চ মাধ্যমিকের পর আমরা অনার্স ও মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাস শুরু করেছি। কলেজের ২০টি বিভাগের নিজস্ব ফেসবুক পেজে ক্লাসগুলো প্রচার করা হবে। নিজ নিজ বিভাগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল অনুসরণ করে শিক্ষার্থীরা ক্লাসে অংশ নিতে পারবেন। পরীক্ষামূলকভাবে গতকাল (শনিবার) হিসাববিজ্ঞান বিভাগে অনলাইন ক্লাস শুরু করা হয়েছে। চলতি সপ্তাহের মধ্যে সবগুলো বিভাগের অনলাইন ক্লাস শুরু হবে বলেও জানান তিনি।
কোনো শিক্ষার্থী যথাসময়ে ক্লাসে অংশ নিতে না পারলে ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে গিয়ে পরবর্তীতে ক্লাসগুলো দেখে নিতে পারবে বলেও জানান অধ্যক্ষ।
করোনা পরিস্থিতিতে গত ১৮ মার্চ থেকে বন্ধ রয়েছে ঢাকা কলেজ। এ সময়ে অধিকাংশ শিক্ষার্থী নিজ বাড়িতে অবস্থান করছেন। শহরের তুলনায় গ্রামের শিক্ষার্থীই বেশি এ কলেজে। আর গ্রামে ইন্টারনেট সুবিধা সীমিত। তাই উদ্ভূত পরিস্থিতিতে অনলাইন ক্লাস কতটা কার্যকর হবে জানতে চাইলে অধ্যক্ষ নেহাল আহমেদ বলেন, আমাদের সীমাবদ্ধতা তো রয়েছেই। আর ক্লাস মিস করলে পরবর্তীতে দেখার সুযোগ রয়েছে। তাই অনলাইন ক্লাসে শিক্ষার্থীরা কিছুটা হলেও উপকৃত হবে বলেও জানান তিনি।
শিক্ষকরা বাসায় অবস্থান করেই ক্লাস নিতে পারবেন। আর অনলাইন ক্লাসের প্রস্তুতি হিসেবে ইতোমধ্যে শিক্ষকদের অনলাইনে প্রশিক্ষণ দেয়া হয়েছে বলেও জানান অধ্যক্ষ নেহাল আহমেদ৷
উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে গত ১ এপ্রিল দেশের প্রথম কোনো শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাস শুরু করে ঢাকা কলেজ কর্তৃপক্ষ।
এমএফ/এমএস
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ প্রেমিককে ভিডিও কলে রেখে জাবির হলে ফাঁস নিলেন ছাত্রী
- ২ যারা হলে ছাত্ররাজনীতি চায় না, তারা বিশেষ গোষ্ঠীর প্রতিনিধিত্ব করে
- ৩ বুদ্ধিজীবী দিবসে জবি ছাত্রদলের চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা
- ৪ জবিতে ভর্তিযুদ্ধে অংশ নিতে ৮০ হাজারের বেশি শিক্ষার্থীর আবেদন
- ৫ একই দিনে তিন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরা বিপাকে