ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

সনদপত্রের দাবিতে আন্দোলনে জাবির এমবিএ শিক্ষার্থীরা

প্রকাশিত: ০৯:৩৪ এএম, ০১ নভেম্বর ২০১৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ব্যবসায় প্রশাসন অনুষদের অধীন বিশেষ কোর্স ‘ইভিনিং এমবিএ’-র শিক্ষার্থীরা সনদপত্রের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে।

চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার প্রায় দুই বছর অতিবাহিত হলেও বিশ্ববিদ্যালয় কর্তৃক কোনো সনদ না পাওয়ায় তারা এ আন্দোলন কর্মসূচি পালন করেন।

শনিবার সকাল সাড়ে ১০টায় ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের সামনে থেকে দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে মিছিলটি শুরু হয়। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। সেখানে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করেন।

সূত্র জানায়, ২০১১ সালে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ দুই বছর মেয়াদী ‘সান্ধ্যকালীন মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ইএমবিএ)’ কোর্স চালু করে। কোর্স চালুর পর থেকে এ পর্যন্ত প্রথম চারটি ব্যাচের শিক্ষা কার্যক্রম শেষ হয়েছে। সর্বশেষ মাস দুয়েক আগে দশম ব্যাচের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোন ব্যাচকেই বিশ্ববিদ্যালয় থেকে কোনো প্রকার সনদপত্র দেওয়া হয়নি।