ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

ঢাবিতে ভর্তি পরীক্ষা চলাকালে দুই পরীক্ষার্থী আটক

প্রকাশিত: ০৫:৫০ এএম, ১৬ অক্টোবর ২০১৫

ভুয়া প্রবেশপত্র নিয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার অভিযোগে দুই জনকে আটক করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটার হল কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

জানা যায়, আটক সঞ্জয় কুমার ও মেহেদী হাছানের রোল নম্বর (৭০৬৬৭৪) একই। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, ধারণা করা হচ্ছে তারা একজন অন্যজনের পরীক্ষা দিতে এসেছিল।

বিষয়টি নিশ্চিত করে অধ্যাপক ড. আমজাদ আলী জানান, ভ্রম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিচার করা হবে।

এমএইচ/আরএস/পিআর

আরও পড়ুন