অনির্দিষ্টকালের জন্য বন্ধ শাবি, অনলাইনে চলবে ক্লাস
করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) সকল ক্লাস, পরীক্ষা ও অফিসিয়াল কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে যথারীতি অনলাইনে ক্লাস চলবে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মহামারি করোনাভাইরাসের বিস্তার রোধে এবং শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সুরক্ষায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। তবে বন্ধের সময় অনলাইনভিত্তিক ক্লাস চালু থাকবে।
মোয়াজ্জেম হোসেন/আরএআর/পিআর