ভর্তি জালিয়াতির অপচেষ্টায় ঢাবি শিক্ষার্থী আটক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান ভর্তি পরীক্ষায় জালিয়াতির অপচেষ্টার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোছাদ্দেকুল ইসলাম নামে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে আটক করে পুলিশের ডিবি শাখায় সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার দুপুরে ঢাবির দোয়েল চত্বর থেকে তাকে আটক করা হয়। মোছাদ্দেকুল মৎসবিজ্ঞান বিভাগের মাস্টার্স এবং শহীদুল্লাহ হলের আবাসিক ছাত্র।
প্রক্টর অফিস সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ফেসবুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ-ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরপত্র সরবরাহ করবে বলে ফেসবুকে প্রচারণা চালানো হয়। এ সময় তারা যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর দেন ফেসবুকে। এ নিয়ে জাগো নিউজ ওইদিন ঢাবি ও জবির ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ শিরোনামে একটি প্রতিবেদনও প্রকাশ করে।
পরবর্তীতে ওই নম্বর ট্রেকিং করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গত সোমবার দিবাগত রাতে দুইজনকে আটক করে। এরপরে ওই দুইজনকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ঢাবির ওই ছাত্রের জড়িত থাকার খবর পাওয়া যায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পদ্ধতি সম্পূর্ণ সুরক্ষিত জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র কখনো ফাঁস হয় না। কিন্তু ডিজিটাল জালিয়াতির মাধ্যমে ভর্তি করাতে গিয়ে আগেও অনেককে আটক করা হয়েছে।
তিনি বলেন, এ বছর ভর্তি পরীক্ষায় এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। বিশ্ববিদ্যালয় সুষ্ঠভাবে পরীক্ষা আয়োজনে বদ্ধপরিকর। কেউ যদি প্রশ্নপত্র ফঁসের গুজব ছড়ায় তাতে কান দেয়ার কিছু নেই। এমন কিছু পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মধ্যদিয়ে তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
এমএইচ/বিএ