ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

অনলাইন বিতর্কে চ্যাম্পিয়নদের টাকা পেলেন খেটে খাওয়া মানুষ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | জগন্নাথ বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০৯:১১ এএম, ০৮ এপ্রিল ২০২০

ওল্ড ঢাকা ডিবেট সার্কেল (ওডিসি) অনলাইন বিতর্ক চ্যাম্পিয়নশীপ-২০২০ এ বিজয়ী টিম প্রাইজমানির পুরো টাকা দান করেছেন করোনায় অসহায়দের। এ ছাড়া এ বিতর্কে অংশ নিতে ২৪টি দলের রেজিস্ট্রেশনের ফিও করোনায় সহায়তা করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) অনলাইনে অনুষ্ঠিত হয় বিতর্কটি।

সংগৃহীত অর্থের সবটাই পুরান ঢাকা কেন্দ্রিক খেটে খাওয়া মানুষ এবং নিজ নিজ এলাকার মানুষের সাহায্যে ব্যয় করা হয়েছে।

সূত্র জানায়, করোনায় হোম কোয়ারেন্টাইনকে উৎসাহিত করতে এবং আর্ত মানবতার পাশে দাঁড়াতে ওডিসি অনলাইন বিতর্কের আয়োজন করে।

চ্যাম্পিয়ন ও রানার দল ৩ হাজার টাকার প্রাইজমানি পেয়েছে। গত ৪ ও ৫ এপ্রিল বিতর্কের সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। এতে টিম ‘টর্নেডো মিটস ভলকানো’ ও টিম ‘সিন্ডিকেট প্লাস স্বরূপ ফাইনালে উত্তীর্ন হয়। ৬ এপ্রিল রাতে প্রধান বিচারক নাসির উদ্দিনসহ ৯ সদস্যের বিচারক প্যানেলের সমন্বয়ে অনলাইনে ফাইনাল অনুষ্ঠিত হয়।

গ্রান্ড ফাইনালে ‘এই সংসদ বিশ্বাস করে যে, অর্থনৈতিক মন্দার সময়ে, গণতান্ত্রিক সরকারের উচিত রাষ্ট্রীয় ক্ষমতা একদল অর্থনীতি বিশেষজ্ঞের কাছে হস্তান্তর করা' এই বিষয়ে বিতর্ক অনুষ্ঠিত হয় টিম টর্নেডো মিটস ভলকানো ও টিম সিন্ডিকেট প্লাস স্বরূপের মধ্যে।

odc

টিম টর্নেডো মিটস ভলকানোর তিনজন বিতার্কিক হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আই বি এর শিক্ষার্থী আয়মানুল ইসলাম সাইফার ও ফারহান রহমান এবং ডিআইইউ ডিবেট ক্লাবের ওমর ফারুক সিমান্ত। অন্যদিকে টিম সিন্ডিকেট প্লাস স্বরূপের বুয়েট ডিবেটিং ক্লাব থেকে তিনজন বিতার্কিক হলেন শীর্ষ সংশপ্তক , তাহমীদ হোসাইন ও স্বরূপ রহমান।

ওডিসির সভাপতি সার্বিক বিষয়ে জাগো নিউজকে বলেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ পুরো আয়োজনে সহায়তা করার জন্য। চ্যাম্পিয়ন টিমকে বিশেষ অভিনন্দন জানান প্রাইজমানির টাকা সহায়তা ফান্ডে দেয়ার জন্য।

তিনি আরও বলেন, এ ধরনের কাজের সমন্বয় করতে পেরে আমরা সত্যিই আনন্দিত।

জেডএ/জেআইএম