ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

জবির সি ইউনিটের ভর্তি পরীক্ষা ১৬ অক্টোবর

প্রকাশিত: ০১:৪০ পিএম, ১৩ অক্টোবর ২০১৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ সম্মান শ্রেণির সি ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৬ অক্টবর শুক্রবার অনুষ্ঠিত হবে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবার সি ইউনিটে ৬২০টি আসনের বিপরীতে ৩৪,৬৮৮ জন পরীক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছেন। অর্থাৎ প্রতি আসনের বিপরীতে প্রায় ৫৬ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, শুক্রবার বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত একযোগে ১৩টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার আসন বিন্যাস বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে (www.jnu.ac.bd) পাওয়া যাচ্ছে।

উল্লেখ্য, পরীক্ষার হলে ক্যালকুলেটর, ঘড়ি, মোবাইলসহ সব ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এছাড়া পরীক্ষার্থীদের হাফ হাতা জামা ও স্যান্ডেল (জুতা ও মোজা ব্যতীত) পরিধান করে পরীক্ষা কেন্দ্রে আসার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সুব্রত মন্ডল/এসকেডি/আরআইপি