করোনায় ঘরে বসে সাউথইস্টের শিক্ষার্থীদের ব্যতিক্রমী প্রচারণা
করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে দেশের মানুষকে ঘরে থাকতে উদ্বুদ্ধ করতে নিজ নিজ ঘরে বসে ফেসবুকে ব্যতিক্রমী প্রচারণা চালাচ্ছেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা। এরা সবাই বিশ্ববিদ্যালয়ের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী।
এই ১৩ শিক্ষার্থী হলেন- মো. আশিকুর রহমান, রিফাত বিন জামান, অনিক, হাসান, নাইম মজুমদার, এহসান চৌধুরী, ইমরান তালুকদার, আক্কাস মিঝি, রকিব উদ্দিন আহমেদ, সামিন চৌধুরী, সুমাইয়া আক্তার তিশা, সামিরা রহমান, তাহনায়া তিরু শুপ্তি, তাজকিয়া লাবন্য ও মিরাজ হোসাইন অভি।
এ বিষয়ে আশিকুর রহমান বলেন, ‘আমরা সবাই নিজ নিজ বাসা থেকে একেকজন একটা করে অক্ষর লিখেছি। তারপর বুকে নিয়ে ছবি তুলে একসঙ্গে করে Stay Home, Save Life আকারে লিখে ফেসবুকে পোস্ট করেছি। আমরা প্রত্যেকেই এটা ফেসবুকে শেয়ার করেছি। ভাল সাড়া পাচ্ছি।’
নাগরিকদের ঘরে থাকার বিষয়ে সচেতন করতেই এই উদ্যোগ বন্ধুরা মিলে নিয়েছেন বলে জানান আশিকুর রহমান।
এফএইচ/এফআর/জেআইএম