ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

বর্ষপূর্তি উদযাপনের টাকায় দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ১০:১৭ পিএম, ০৫ এপ্রিল ২০২০

করোনাভাইরাসের দুর্যোগময় পরিস্থিতিতে দেশের খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ অসহায় হয়ে পড়েছে। এই কর্মহীন মানুষদের জন্য বর্ষপূর্তি উদযাপনের অর্থে ত্রাণ সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৪তম ব্যাচের শিক্ষার্থীরা।

রোববার (৫ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাশে অবস্থিত চুয়াল্লিশ চত্বরে বিশ্ববিদ্যালয়ের ভ্রাম্যমাণ ও বটতলার দোকানের কর্মচারীদের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।

জানা গেছে, গত ২৮ মার্চ বিশ্ববিদ্যালয়ের ৪৪তম ব্যাচের পঞ্চম বর্ষপূর্তি ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে তার আগেই ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়। এমন অবস্থায় ব্যাচটির শিক্ষার্থীরা সিদ্ধান্ত নেন, বর্ষপূর্তির টাকায় তারা করোনা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করবেন।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন ব্যাচটির শিক্ষার্থী জাহিদ হাসান। তিনি বলেন, ক্যাম্পাসের ভ্রাম্যমাণ ব্যবসায়ী ও বটতলার খাবারের দোকানের কর্মচারীদের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়েছে।

ফারুক হোসেন/এমএসএইচ