অসহায়দের জন্য একদিনের বেতন দেবেন রাবি শিক্ষকরা
করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে অসহায় শ্রমজীবী মানুষদের পাশে দাঁড়াতে নিজেদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষকরা।
শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে রাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার (২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনে শিক্ষক সমিতির সভাপতি সাইফুল ইসলাম ফারুকীর সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইতোমধ্যে আমরা শিক্ষকদের সঙ্গে কথা বলেছি। সকলের সহযোগিতায় আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ করোনাভাইরাসের কারণে বিপাকে পড়া অসহায় শ্রমজীবী মানুষদের পাশে দাঁড়াতে পারবো।
সালমান শাকিল/আরএআর/পিআর
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ প্রেমিককে ভিডিও কলে রেখে জাবির হলে ফাঁস নিলেন ছাত্রী
- ২ যারা হলে ছাত্ররাজনীতি চায় না, তারা বিশেষ গোষ্ঠীর প্রতিনিধিত্ব করে
- ৩ বুদ্ধিজীবী দিবসে জবি ছাত্রদলের চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা
- ৪ জবিতে ভর্তিযুদ্ধে অংশ নিতে ৮০ হাজারের বেশি শিক্ষার্থীর আবেদন
- ৫ একই দিনে তিন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরা বিপাকে