মজুরিভিত্তিক কর্মচারীদের মার্চ ও এপ্রিলের বেতন দেবে জবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মজুরিভিত্তিক (কাজ নাই, মজুরি নাই) কর্মচারীরা, কাজ না থাকলেও মার্চ ও এপ্রিলের পুরো বেতন পাবেন।
বুধবার (২৫ মার্চ) বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের আদিষ্ট এক প্রেস বিজ্ঞপ্তির বরাতে এ কথা জানা যায়।
নিয়মিত কর্মচারীদের পাশাপাশি জবিতে প্রায় ২৫০ জন মজুরিভিত্তিক কর্মচারী রয়েছে। নিয়মিত কর্মকর্তা কর্মচারীরা নিয়ম-মাফিক বেতন-ভাতা পেলেও মজুরিভিত্তিক কর্মচারীদের আজ পর্যন্ত ছিল না কোনো নিশ্চয়তা। এমন সময় আগামী দুই মাসের বেতন প্রদানের ঘোষণা আশ্বস্ত করেছে জবির মজুরিভিত্তিক কর্মচারীদের।
এ বিষয়ে জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, সরকারের পক্ষ থেকে কী করা হবে এ বিষয়ে আমাদের জানা নেই। তবে আমাদের কর্মচারীদের বেতন আমরা চালিয়ে যাব। দরকার হলে আমাদের বেতন থেকে হলেও আমরা তাদের বেতন নিশ্চিত করবো।
তিনি আরও বলেন, এ ব্যাপারে শিক্ষক সমিতি, কর্মচারী সমিতি আমাদের সাহায্য করেছে।
একজন মজুরিভিত্তিক কর্মচারীর সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলেন, এই দুর্যোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের কথা চিন্তা করছে এতে আমি আনন্দিত। সত্যিই যদি এমন না হতো তা হলে ছেলেমেয়ে নিয়ে চলাটা খুব কঠিন হয়ে যেত।
বিএ
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ প্রেমিককে ভিডিও কলে রেখে জাবির হলে ফাঁস নিলেন ছাত্রী
- ২ যারা হলে ছাত্ররাজনীতি চায় না, তারা বিশেষ গোষ্ঠীর প্রতিনিধিত্ব করে
- ৩ বুদ্ধিজীবী দিবসে জবি ছাত্রদলের চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা
- ৪ জবিতে ভর্তিযুদ্ধে অংশ নিতে ৮০ হাজারের বেশি শিক্ষার্থীর আবেদন
- ৫ একই দিনে তিন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরা বিপাকে