ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ

প্রকাশিত: ০৮:২৮ এএম, ৩০ অক্টোবর ২০১৪

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১২ সালের দ্বিতীয় বর্ষ অনার্স পরীক্ষার ফল বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে। পরীক্ষায় অংশ্রগ্রহণকারীদের মধ্যে ৯৩ দশমিক ৪১ শতাংশ শিক্ষার্থী দ্বিতীয় বর্ষ থেকে তৃতীয় বর্ষে উত্তীর্ণ (প্রমোটেড) হয়েছেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nubd.info ও www.nuadmission.info থেকে ফলাফল জানা যাবে। এ ছাড়া যেকোনো মোবাইল থেকে এসএমএস করেও ফলাফল জানা যাবে। এক্ষেত্রে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে nu স্পেস h2 স্পেস Rollলিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফলাফল জানানো হবে।

বিশ্ববিদ্যালয়েল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার দুপুরে আরও জানানো হয়, এ পরীক্ষায় ২৭টি বিষয়ে সারাদেশের ৩১৯টি কলেজ থেকে ২ লাখ ৯১ হাজার ৯৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। মোট ১৫০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।