ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর | প্রকাশিত: ০৬:০৯ পিএম, ১৬ মার্চ ২০২০

করোনাভাইরাস আতঙ্কে বন্ধ ঘোষণা করা হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। আগামী ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সকল ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের অফিস ও আবাসিক হলগুলোর বিষয়ে ১৮ মার্চ সিদ্ধান্ত নেয়া হবে বলে জানা গেছে।

সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক ড.সরিফা সালোয়া ডিনা। বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সকল ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো ও অফিস খোলা রাখা হবে কিনা এ বিষয়ে ১৮ মার্চ সিদ্ধান্ত নেয়া হবে। 
এমএএস/জেআইএম