ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

করোনার প্রভাবে মুজিববর্ষে ঢাকা কলেজের শিশু সমাবেশ স্থগিত

ক্যাম্পাস প্রতিবেদক | ঢাকা কলেজ | প্রকাশিত: ১০:২৯ পিএম, ১৫ মার্চ ২০২০

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে ঢাকা কলেজে মুজিববর্ষ উপলক্ষে অনুষ্ঠেয় শিশু সমাবেশ, শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বঙ্গবন্ধু ও বাংলাদেশ বিষয়ক স্থিরচিত্র প্রদর্শনী স্থগিত করা হয়েছে।

রোববার ঢাকা কলেজের অধ্যক্ষের কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে মুজিববর্ষের অনুষ্ঠানসূচি থেকে এ বিষয়গুলো বাদ দেয়া হয় ৷

এছাড়াও বিজ্ঞপ্তিতে যেসব প্রতিযোগিতার উল্লেখ রয়েছে তার মধ্যে কুইজ প্রতিযোগিতা (বঙ্গবন্ধু ও বাংলাদেশ), কবিতা আবৃত্তি প্রতিযোগিতা (কবি নির্মলেন্দু গুণের কবিতা ‘স্বাধীনতা শব্দটি যেভাবে আমাদের হলো’) আন্তঃবিভাগ ও আন্তঃছাত্রাবাস দেয়াল পত্রিকা (বঙ্গবন্ধু ও বাংলাদেশ) এবং প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৬ ও ১৭ মার্চ কলেজ প্রাঙ্গণে ও আ ন ম নজীব উদ্দিন খুররাম অডিটোরিয়ামে এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং ১৮ মার্চের প্রীতি ক্রিকেট ম্যাচ কলেজের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে জানতে চাইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর শামীম আরা বেগম বলেন, ‘করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে শিশু সমাবেশ ও শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বঙ্গবন্ধু ও বাংলাদেশ বিষয়ক স্থিরচিত্র প্রদর্শনী বিষয়গুলো সংশোধনী বিজ্ঞপ্তিতে বাদ দেয়া হয়েছে। কারণ শিশু সমাবেশে প্রায় এক হাজারের বেশি লোক সমাগম হবে সেখানে শিশুদের সংখ্যাই বেশি থাকবে। তাই ঝুঁকি এড়াতে প্রোগ্রামগুলো মূল কর্মসূচি থেকে বাদ দেয়া হয়েছে।’

এমএফ/এমএসএইচ