ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

করোনা ভাইরাসে করণীয় নিয়ে সেমিনার বাউয়েটে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:১৮ পিএম, ১৫ মার্চ ২০২০

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে 'করোনা ভাইরাস-আমাদের করণীয়' শীর্ষক জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা কামাল।

সেমিনারের প্রধান রিসোর্স পারসন ছিলেন কাদিরাবাদ সিএমএইচের চিকিৎসক মেজর শাকিলা। করোনা ভাইরাসের সাথে সম্পর্কিত বিভিন্ন ধরনের সমস্যা ও তার সমাধান উপস্থাপনা করেন তিনি অনুষ্ঠানে। সেমিনার শেষে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

bauet

প্রধান অতিথি বলেন, ‘করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধ করতে হলে আমাদের নিজেদের সচেতন থাকতে হবে, পরিবেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মতো বাউয়েট ক্যাম্পাসেও ‘ব্যক্তিগত পরিচ্ছন্নতা সপ্তাহ-২০২০’ পালন করা হবে।’

এমএইচএম/এনএফ/জেআইএম