করোনায় চবির সাংবাদিকতা বিভাগের ক্লাস বর্জনের ডাক
করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা না করলেও ক্লাস বর্জন শুরু করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। ইতোমধ্যে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চারটি বর্ষের দুই শতাধিক শিক্ষার্থী অনির্দিষ্টকাল পর্যন্ত ক্লাস বর্জনের ডাক দিয়েছেন।
রোববার (১৫ মার্চ) দুপুরে শিক্ষার্থীরা গণস্বাক্ষর দিয়ে ক্লাস বর্জনের ঘোষণা দেন তারা। এর আগে তারা বিভাগের সভাপতি শহীদুল হকের কাছে ক্লাস কার্যক্রম বন্ধ রাখার দাবি জানান। কিন্তু বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে বন্ধের ঘোষণা না দেয়ায় তিনি তা গ্রহণ করতে রাজি হননি বলে জানিয়েছেন।
যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র মোহাম্মদ নকীব জাগো নিউজকে বলেন, করোনাভাইরাসের প্রকোপ না কমা পর্যন্ত সব ধরনের ক্লাস-পরীক্ষা বর্জন করছি আমরা। এতে সব শিক্ষার্থীর লিখিত সম্মতি রয়েছে।
বিভাগের সভাপতি শহীদুল হক বলেন, শিক্ষার্থীরা আবেদন নিয়ে এসেছিল আমার কাছে। কিন্তু আমি বলেছি, এ ধরনের সিদ্ধান্ত আমি নিতে পারি না। এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিষয়।
আবদুল্লাহ রাকীব/এএম/জেআইএম